প্রায় প্রতিটি পাড়ার মোড়ে মোড়ে ছিলো ভিডিও গেমসের দোকান। গেমস খেলতে হত লুকিয়ে লুকিয়ে। violent storm





আমরা প্রায় সবাই "ভিডিও গেমস" শব্দটির সাথে পরিচিত বাংলাদেশে পিসি আসার অনেক আগে থেকেই। প্রায় প্রতিটি পাড়ার মোড়ে মোড়ে ছিলো ভিডিও গেমসের দোকান। গেমস খেলতে হত লুকিয়ে লুকিয়ে। কত টাকা যে নস্ট করেছি গেমস খেলে খেলে! সে সময় একটা নেশার মত হয়ে গিয়েছিলো। কত যে স্মৃতি জরিয়ে আছে এই গেমস খেলার সাথে। মায়ের বকা এবং বাবার কানমলা থেকে সবই আছে সেই স্মৃতিতে। সে সময় বেশির ভাগ খেলা হত মোস্তফা, ফাইটার, প্লেন এবং "বরিস" নামক গেমটি।
ইতি পুর্বে অনেকেই গেমস টি টিটিতে খুজেছিলো বাট কেউ গেম টির সন্ধান দিতে পারেনি। গেমসটির অরজিনাল নাম হচ্ছে "ভায়োলেন্ট স্ট্রম" আমাদের কাছে পরিচিত "বরিস" নামে। দেখে নিন কিছু স্ক্রীন শট এবং মিলিয়ে নিন পুরনো স্মৃতি হাতরে।

 বরিস

কাইল

 ওয়েড

আশা করি সবার মনে পরেছে। আনন্দে একটা  চিৎকার ও হয়তো দিয়েছেন। তো দেরি না করে এখনি ডাউনলোড করে ফেলুন অসাধারন এই গেমসটি, খেলুন এবং হারিয়ে যান সেই পুরোনো দিনে আর আক্রান্ত হোন নস্টালজিয়ায়..................






No comments

Theme images by piskunov. Powered by Blogger.